NPI Alumni Association

Administrator

Gate Together

Apr 03, 2025

বগুড়ায় সকল ডিপার্টমেন্ট এর সক্রিয় অংশগ্রহণ

বগুড়ায় অনুষ্ঠিত NPI Alumni Association-এর মিলন মেলা ও ইফতার প্রোগ্রাম ২০২৫ সকল ডিপার্টমেন্ট  এর সক্রিয় অংশগ্রহণ:


গত ২৩ মার্চ ২০২৫ তারিখে NPI Alumni Association কর্তৃক আয়োজিত বগুড়ায় অনুষ্ঠিত NPI Alumni Association এর মিলন মেলা ও ইফতার প্রোগ্রাম এ সকল ডিপার্টমেন্ট এর স্বতঃস্ফূর্তভাবে সক্রিয় অংশগ্রহণ করেছে। ধন্যবাদ সকল ডিপার্টমেন্ট এর স্বতঃস্ফূর্তভাবে সক্রিয় অংশগ্রহণকারীকে।


আগামীতে এ রকম ইভেন্ট আয়োজন করা হবে । ইনশা আল্লাহ।   এই ইভেন্ট এর মূল উদ্দেশ্য হল প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। প্রতিবারের ন্যায় এবারের আয়োজন হয়েছিল বৃহৎ ও জমকালো, যেখানে অংশগ্রহণ করেছিল নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউট এর প্রাক্তন শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা।

Subscribe Our Newsletter