Mar 07, 2025
নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট এর এলামনাই (প্রাক্তন শিক্ষার্থীদের) সংগঠনের অর্থ ব্যবস্থাপনা কিছু নির্দিষ্ট নিয়ম ও নীতির মাধ্যমে পরিচালিত হয়। এটি সংগঠনের সংবিধান, গঠনতন্ত্র, বা কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
নিচে নিয়মাবলী :
অর্থ সংগ্রহের নিয়ম
১. সদস্য ফি:
i) সদস্যপদ গ্রহণের সময় নির্দিষ্ট পরিমাণ ফি নেওয়া হবে।
ii) বার্ষিক বা আজীবন সদস্যপদ গ্রহণের সময় নির্দিষ্ট পরিমাণ ফি নেওয়া হবে।
২. অনুদান ও দান:
i) সাবেক শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকদের কাছ থেকে অনুদান সংগ্রহ করা হবে।
৩. ইভেন্ট আয়ের অর্থ:
i) পুনর্মিলনী, সেমিনার, ফান্ডরেইজিং অনুষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করা হবে।
৪. স্পনসরশিপ:
i) কর্পোরেট প্রতিষ্ঠান বা অন্যান্য উৎস থেকে স্পনসর নেওয়া হবে।
৫. বিনিয়োগ:
i) সংগঠনের কোনো স্থায়ী ফান্ড থাকলে তা থেকে বিনিয়োগের মাধ্যমে আয় করা যেতে পারে।
অর্থ ব্যবহারের নিয়ম:
১. সংগঠনের কর্মকাণ্ডে খরচ
i) পুনর্মিলনী, কর্মশালা, সেমিনার, বা সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য ব্যবহার করা যেতে পারে।
২. শিক্ষা ও সহায়তা অনুদান:
i) মেধাবী ও আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান করা।
ii) কোনো অসুস্থ বা বিপদগ্রস্ত সাবেক শিক্ষার্থীকে সহায়তা করা।
সামাজিক ও মানবিক কার্যক্রম:
i) প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা, রক্তদান কর্মসূচি, বা দুঃস্থদের সহায়তায় অর্থ ব্যয় করা যেতে পারে।
অর্থ ব্যবস্থাপনার স্বচ্ছতা:
১. হিসাব সংরক্ষণ:
i) প্রতিটি লেনদেনের হিসাব সংরক্ষণ করা হবে।
ii) ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করা হবে।
বার্ষিক অডিট:
i) নির্দিষ্ট সময় অন্তর নিরীক্ষার (অডিট) ব্যবস্থা করতে হবে।
কমিটির অনুমোদন:
i) বড় অঙ্কের অর্থ ব্যয়ের ক্ষেত্রে নির্বাহী কমিটির অনুমোদন আবশ্যক।
সদস্যদের জানানো:
i) আয়-ব্যয়ের হিসাব সদস্যদের কাছে প্রতিবছর প্রকাশ করা হবে।
NPI Alumni Association এর উদ্যোগের NPI এর সকল প্রাক্তন ছাত্র/ছাত্রী সদস্য কে জবের ব্যবস্থা করা।
মিলন মেলা ও ইফতার প্রোগ্রাম ২০২৫
আসসালামু আলাইকুম ।
মাহে রমজান উপলক্ষে NPI Alumni Association এর উদ্যোগের NPI এর সকল প্রাক্তন ছাত্র/ছাত্রী সদস্য কে নিয়ে আগামী সম্ভাব্য ১৪ মার্চ ২০২৫ (শুক্রবার) তারিখে ঢাকা ও বগুড়ায় একযোগে মিলন মেলা ও ইফতার প্রোগ্রাম আয়োজন করতে যাচ্ছে। উক্ত প্রোগ্রামে অংশগ্রহন করতে ১০০০ টাকা চাঁদা নির্ধারন করা হয়েছে । উক্ত চাঁদা অনলাইনে পরিশোধ করতে https://npialumni.org/checkout?type=event&slug=Get-Together-Ifter-Program-2025
ভিজিট করুন ।
###আপনাদের সকলের অংশগ্রহণ ও সহযোগিতা একান্তভাবে কাম্য।
রেজিস্ট্রেশনের শেষ সময়: ১২ মার্চ ২০২৫.
Venue: The Cafe Rio Ltd. (Mohammadpur Branch) House: 45(2nd Floor) Prabal Tower, Ring Road, Dhaka and Bogra.
Alumni Association provides and supports alumni programs and services, facilitates communication with alumni, and seeks to strengthen alumni bonds of fellowship, professional association and university affiliation.
Connect alumni with mentors or coaches who can offer them guidance, advice, or feedback on their personal or professional goals. They can also help them expand their network, explore new opportunities, or overcome challenges
The Alumni Association leverages the resources, talents, and initiatives of alumni and friends to advise, guide, advocate for and support the Association and the university in achieving their respective missions and goals. The Alumni Association provides an alumni network and encourages alumni engagement in the life of the university.
Alumni Association provides and supports alumni programs and services, facilitates communication with alumni, and seeks to strengthen alumni bonds of fellowship, professional association and university affiliation.
Connect alumni with mentors or coaches who can offer them guidance, advice, or feedback on their personal or professional goals, They can also help them expand their network.
Join CommunityMember
Department's
Sessions
The Alumni Association leverages the resources, talents, and initiatives of alumni and friends to advise, guide, advocate for and support the Association.
Computer Technology, Batch 2007-2008
Food Technology, Batch 2012-2013
Environment Technology, Batch 2016-2017
Civil Technology, Batch 2019-2020
Computer Technology, Batch 2006-2007
Environment Technology, Batch 2006-2007
Architecture Technology, Batch 2011-2012
Architecture Technology, Batch 2011-2012
The Alumni Association leverages the resources, talents, and initiatives of alumni and friends to advise.
Explore news, views and perspectives from us and your alumni community.
Apr 03, 2025
Apr 03, 2025
BY : Administrator, Gate Together
Apr 03, 2025