Administrator
Gate Together
Apr 03, 2025
বগুড়ায় NPI Alumni Association-এর মিলন মেলা ও ইফতার প্রোগ্রাম ২০২৫
NPI Alumni Association গত ২৩ মার্চ ২০২৫ তারিখে NPI Alumni Association এর মিলন মেলা ও ইফতার প্রোগ্রাম বগুড়ায় সফলভাবে সম্পন্ন করেছে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। প্রতিবারের ন্যায় এবারের আয়োজন হয়েছিল বৃহৎ ও জমকালো, যেখানে অংশগ্রহণ করেছিল নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউট এর প্রাক্তন শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা।
স্থান: আকবরিয়া গ্রান্ড হোটেল, বগুড়া ।
তারিখ: ২৩ মার্চ ২০২৫
সময়: বিকেল ৫:০০ টা থেকে রাত ৭ টা পর্যন্ত
রেজিস্ট্রেশন ফি: ৫০০ টাকা
রেজিস্ট্রেশনের শেষ সময় ছিল: ২২ মার্চ ২০২৫
রেজিস্ট্রেশন:
রেজিস্ট্রেশনের জন্য প্রথমে npialumni.org ওয়েবসাইটে সাইন আপ করে, ‘My Event’ মেনুতে গিয়ে ইভেন্টটি নির্বাচন করে অনলাইনে ফি পরিশোধ করতে হয়েছে।